
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের আগের ইস্যু করা প্রাথমিক প্রবেশপত্র বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নতুন রোল নম্বর দেওয়া হবে। সেই সঙ্গে আসন বিন্যাসেও পরিবর্তন আনা হয়েছে। ভর্তি–ইচ্ছুকরা তাঁদের প্রদত্ত প্রথম পছন্দের কেন্দ্রেই পরীক্ষা দিতে পারবেন। এ ছাড়া ‘এ’ (মানবিক) এবং ‘সি’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা দুই শিফটে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।